আমার নাম অসুখ
যে গ্রাম থেকে আমি এসেছি
সেখানের বুড়ো চাষারা
তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে
বেহেস্তের খামার নামে
সূর্যের অসময়ের ছেলে আমার বাবা
মাকে ডাকতো পরান পাখি নামে
তারা যেখানে আমাকে পাঠিয়েছে
সেখানের সুন্দরীরা তাকে হেসে হেসে ডাকে
Hi, handsome দোজখের বাগান
পৃথিবীর সব ভালবাসার গল্প
যদি আমাকে ছুড়ে ফেলে দেয়
কোনো নির্জন পরিত্যক্ত গুহা
আমাকে কি ডেকে নেবে না?
যেখান থেকে ছড়াবে না আমাদের ছোঁয়াচে রোগ-শোক
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
যেখানে আমি এসেছি
এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
যেখানে আমি এসেছি
এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
তাদের কাছে জানতে চাইলাম, "কোথায় তোমার গান?"
বেহালা বললো, "আমি যে পুড়ছি, এটাই আমার গান"
আগুন বললো, "আমি পোড়াচ্ছি, এটাই আমার গান"
যে গ্রাম থেকে আমি এসেছি
সেখানের বুড়ো চাষারা
তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে
বেহেস্তের খামার নামে
সূর্যের অসময়ের ছেলে আমার বাবা
মাকে ডাকতো পরান পাখি নামে
তারা যেখানে আমাকে পাঠিয়েছে
সেখানের সুন্দরীরা তাকে হেসে হেসে ডাকে
Hi, handsome দোজখের বাগান
পৃথিবীর সব ভালবাসার গল্প
যদি আমাকে ছুড়ে ফেলে দেয়
কোনো নির্জন পরিত্যক্ত গুহা
আমাকে কি ডেকে নেবে না?
যেখান থেকে ছড়াবে না আমাদের ছোঁয়াচে রোগ-শোক
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
যেখানে আমি এসেছি
এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
যেখানে আমি এসেছি
এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
তাদের কাছে জানতে চাইলাম, "কোথায় তোমার গান?"
বেহালা বললো, "আমি যে পুড়ছি, এটাই আমার গান"
আগুন বললো, "আমি পোড়াচ্ছি, এটাই আমার গান"
Comments (0)
The minimum comment length is 50 characters.