সকাল থেকে রাত্রি, সময় কাটে না যে
নানান বাজে চিন্তা আমায় ঘিরে রাখে
অন্তরের ভেতর শুধু কষ্টের হাহাকার
বিষন্নতার আভা সদা আমার আকাশে
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি
শুধু ভাবি, শেষ কবে হতাশার
ভালোবাসার ক্ষত শুকোয়নি যে আজও
তোমার মধুর কন্ঠ আজও কানে বাজে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা, হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি
শুধু ভাবি, শেষ কবে হতাশার
নানান বাজে চিন্তা আমায় ঘিরে রাখে
অন্তরের ভেতর শুধু কষ্টের হাহাকার
বিষন্নতার আভা সদা আমার আকাশে
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি
শুধু ভাবি, শেষ কবে হতাশার
ভালোবাসার ক্ষত শুকোয়নি যে আজও
তোমার মধুর কন্ঠ আজও কানে বাজে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা, হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি
শুধু ভাবি, শেষ কবে হতাশার
Comments (0)
The minimum comment length is 50 characters.