[Intro]
পাগল হয়ে আছি তোরই কারণ
সাথে করে এনেছি নে এই মন
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়
[Chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
[Verse 1]
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারো নয়
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলী এ সময়
[Chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
পাগল হয়ে আছি তোরই কারণ
সাথে করে এনেছি নে এই মন
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়
[Chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
[Verse 1]
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারো নয়
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলী এ সময়
[Chorus]
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুশকিল মানি
তাও পারিনা যে, এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা
Comments (0)
The minimum comment length is 50 characters.