তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
Comments (0)
The minimum comment length is 50 characters.