[Verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়
[Chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[Verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়
[Chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[Verse 2]
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ-কালিমা মুছে দিয়ে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ-কালিমা মুছে দিতে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়
[Chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[Verse 1]
জড়িয়ে আকাশ আঁধার আলোয়
শীতের হিমেল হাওয়ায়
তুমি তো এসেছো, মুক্তিদাতা
মাটির এ ধারায়
[Chorus]
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
প্রভু, প্রণাম, প্রণাম
প্রণাম প্রভু তোমায়
[Verse 2]
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ-কালিমা মুছে দিয়ে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
তুমি তো এসেছো অবহেলিত
নিপীড়িতদের তরে
পাপ-কালিমা মুছে দিতে সব
বাঁধবে তুমি প্রেম ডোরে
Comments (0)
The minimum comment length is 50 characters.