[Chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা
[Chorus]
অনুনয় মানেনা
অবারিত মনকথা
অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা
থামবে কি ঘনঘটা
[Verse 1]
নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে-
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
[Verse 2]
দিপীকা সায়রে
অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা
[Chorus]
অনুনয় মানেনা
অবারিত মনকথা
অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা
থামবে কি ঘনঘটা
[Verse 1]
নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে-
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
[Verse 2]
দিপীকা সায়রে
অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
Comments (0)
The minimum comment length is 50 characters.