Kolkata Rap Cypher The Cypher Projekt (Ft. A-List, Cizzy, Feyago, Hardknok, Harsha, Joe & Philip (IND))
Joe:
All a heart needs is a beat of its own
All a king needs is a crown and a throne
The kid on the street needs a place called home
While you look satisfied with that app in your phone
A swear word hurts like a hurt man swears
Lately I feel a need to fucking disappear
While you get busy cheering for the songs you never hear
On my way to the top all I need is the stairs
Another rhyme to reminisce about the hard times
Reality is nice till it hits you like a punchline
Overdue debts got you lining up to pay the fine
If I don't speak the truth feel free to pay no mind
I ain't taking a break I'm staying awake smoking a flake I'm rolling a J making my way double the pay I'm trouble for
You don't get in my way
I did a double time Cizz just the way you asked for and its about time we get a bigger cash vault
Cizzy:
অন্তঃসারশূণ্য কিছু মিথ্যা বড়াই, করতে আসিনি আজ
লড়তে এসেছি লড়াই।
যতই জড়াই নিজেকে মায়াজালে, সব বাধা পার করে চড়াই উতরাই পেরিয়ে
আজ এসেছি গাইতে প্রতিবাদের গান।
আজ পৃথিবী তে নেই প্রতিবাদের দাম।
বিদ্রোহি আজ, আমি প্রতিবাদী আজ, একদিন শেষ করে দেবো দুর্নীতিরাজ।
তাও জানি একদিন শেষ হবে এই অন্ধকার রাত, হবে নতুন প্রভাত
সেদিনের স্বপ্ন দেখি দিন আর রাত আমি ভুলতে পারি না মা বোন দের অপমান।
চারিদিকে শুনি হাহাকার, দেখে শুধু কাঁদে প্রান আমার।
মানুষের মুখোশ পরে এ সমাজে ঘুরে বেড়ায় কতো দুপেয়ে জানোয়ার।
যদি তুমি জানতে চাও আবার, কেন এত মাথাব্যথা শুধু আমার
এ পৃথিবীর প্রতিটি ধুলোকণা আমার জীবনের পাওনাদার।
চিত্ত ভয়শূন্য তাই করি অঙ্গীকার।
প্রতিবাদ শুরু আজ, with this Kolkata Cypher
All a heart needs is a beat of its own
All a king needs is a crown and a throne
The kid on the street needs a place called home
While you look satisfied with that app in your phone
A swear word hurts like a hurt man swears
Lately I feel a need to fucking disappear
While you get busy cheering for the songs you never hear
On my way to the top all I need is the stairs
Another rhyme to reminisce about the hard times
Reality is nice till it hits you like a punchline
Overdue debts got you lining up to pay the fine
If I don't speak the truth feel free to pay no mind
I ain't taking a break I'm staying awake smoking a flake I'm rolling a J making my way double the pay I'm trouble for
You don't get in my way
I did a double time Cizz just the way you asked for and its about time we get a bigger cash vault
Cizzy:
অন্তঃসারশূণ্য কিছু মিথ্যা বড়াই, করতে আসিনি আজ
লড়তে এসেছি লড়াই।
যতই জড়াই নিজেকে মায়াজালে, সব বাধা পার করে চড়াই উতরাই পেরিয়ে
আজ এসেছি গাইতে প্রতিবাদের গান।
আজ পৃথিবী তে নেই প্রতিবাদের দাম।
বিদ্রোহি আজ, আমি প্রতিবাদী আজ, একদিন শেষ করে দেবো দুর্নীতিরাজ।
তাও জানি একদিন শেষ হবে এই অন্ধকার রাত, হবে নতুন প্রভাত
সেদিনের স্বপ্ন দেখি দিন আর রাত আমি ভুলতে পারি না মা বোন দের অপমান।
চারিদিকে শুনি হাহাকার, দেখে শুধু কাঁদে প্রান আমার।
মানুষের মুখোশ পরে এ সমাজে ঘুরে বেড়ায় কতো দুপেয়ে জানোয়ার।
যদি তুমি জানতে চাও আবার, কেন এত মাথাব্যথা শুধু আমার
এ পৃথিবীর প্রতিটি ধুলোকণা আমার জীবনের পাওনাদার।
চিত্ত ভয়শূন্য তাই করি অঙ্গীকার।
প্রতিবাদ শুরু আজ, with this Kolkata Cypher
Comments (0)
The minimum comment length is 50 characters.