ধ্বংসের সীমানায়
স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই
যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়
ধ্বংসের সীমানায়
স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে
স্বাধীনতায়
বেদনা ভুলে যাই
যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়
তুমি আশা আগামী
অশ্রু ধোয়া আগামী
দুঃখী মানুষের দেশে
সুখের কাহিনী শোনাই
তুমি আশা আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালী দিনের আশায়
প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই
বেদনার ধূসর বালুচরে
স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই
যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়
ধ্বংসের সীমানায়
স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে
স্বাধীনতায়
বেদনা ভুলে যাই
যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়
তুমি আশা আগামী
অশ্রু ধোয়া আগামী
দুঃখী মানুষের দেশে
সুখের কাহিনী শোনাই
তুমি আশা আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালী দিনের আশায়
প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই
বেদনার ধূসর বালুচরে
Comments (0)
The minimum comment length is 50 characters.