গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
চেয়ে দেখো না গো
বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে
সোনা-ঝরা ধুপছায়, হায়
হায়, চেয়ে দেখো না গো
বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে
সোনা-ঝরা ধুপছায়, হায়
হায় হায় রে, দিন যায় রে
হায়, প্রিয় কেন গো দূরে দূরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
সুর তোলে যে উড়ে উড়ে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
চেয়ে দেখো না গো
বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে
সোনা-ঝরা ধুপছায়, হায়
হায়, চেয়ে দেখো না গো
বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে
সোনা-ঝরা ধুপছায়, হায়
হায় হায় রে, দিন যায় রে
হায়, প্রিয় কেন গো দূরে দূরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
Comments (0)
The minimum comment length is 50 characters.