[Chorus: Ishaan]
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
[Instrumental]
[Verse 1: Ishaan]
মিনতি-ভরা আঁখি
কে তুমি ঝড়ের পাখি
কী দিয়ে জুড়াই ব্যথা
কেমনে কোথায় রাখি
কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
মান ভাঙাব মানিনী
[Chorus: Ishaan]
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
[Instrumental]
[Verse 1: Ishaan]
মিনতি-ভরা আঁখি
কে তুমি ঝড়ের পাখি
কী দিয়ে জুড়াই ব্যথা
কেমনে কোথায় রাখি
কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি?
মান ভাঙাব মানিনী
[Chorus: Ishaan]
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
Comments (0)
The minimum comment length is 50 characters.