ঘুম ঘুম দু'চোখে তোমার
কাহার মোহ কাহার মায়া?
উজাড় করা ভাবনাগুলো
ঘুম উদাসী, রাত্রি জাগা
ঘুম...
ঘুম ঘুম দু'চোখে তোমার
কাহার মোহ কাহার মায়া?
অনাগত ইচ্ছেগুলো
নিয়ম ভেঙে বাঁধন হারা
আগলে রাখা মনের ভেতর
নতুন কিছু আশা
আড়াল করে, মনের ভুলে হাসা
কাহার নামে, বন্দি খামে
গল্পগুলো রাখা?
ভবঘুরে মন, স্বপ্ন বুনে
মেশে আবেগে
কোনো বর্ষা ভেজা ভোরে
দেখছো আকাশ জানালা ধরে
কাহার মোহ কাহার মায়া?
উজাড় করা ভাবনাগুলো
ঘুম উদাসী, রাত্রি জাগা
ঘুম...
ঘুম ঘুম দু'চোখে তোমার
কাহার মোহ কাহার মায়া?
অনাগত ইচ্ছেগুলো
নিয়ম ভেঙে বাঁধন হারা
আগলে রাখা মনের ভেতর
নতুন কিছু আশা
আড়াল করে, মনের ভুলে হাসা
কাহার নামে, বন্দি খামে
গল্পগুলো রাখা?
ভবঘুরে মন, স্বপ্ন বুনে
মেশে আবেগে
কোনো বর্ষা ভেজা ভোরে
দেখছো আকাশ জানালা ধরে
Comments (0)
The minimum comment length is 50 characters.