বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর আমৃতবাণী বেলা গেলো সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
গগনের নভোনীলে মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ , বাজে ঐ
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়
কোকিলের কুহু তান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেণু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর আমৃতবাণী বেলা গেলো সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
গগনের নভোনীলে মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ , বাজে ঐ
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়
কোকিলের কুহু তান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেণু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
Comments (0)
The minimum comment length is 50 characters.