[Verse 1]
এমন কেন খেলো আমায় নিয়ে?
পেয়ে হারাবার ব্যাথা যাও কেন দিয়ে?
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ঢেকে অবহেলায়, হায়
[Chorus]
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
[Verse 2]
অবেলায় না বলা, আবেগে জড়িয়ে
এ মনে এঁকেছি, কত ডেকেছি যে তোমায়
অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে
বোঝো কি সে কথা, না বলা ব্যাথা যে আমার?
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর
রেখেছ যে আড়াল করে, কেন?
[Chorus]
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
এমন কেন খেলো আমায় নিয়ে?
পেয়ে হারাবার ব্যাথা যাও কেন দিয়ে?
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ঢেকে অবহেলায়, হায়
[Chorus]
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
[Verse 2]
অবেলায় না বলা, আবেগে জড়িয়ে
এ মনে এঁকেছি, কত ডেকেছি যে তোমায়
অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে
বোঝো কি সে কথা, না বলা ব্যাথা যে আমার?
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর
রেখেছ যে আড়াল করে, কেন?
[Chorus]
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও যেন
ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো?
ভালো লাগে না
Comments (0)
The minimum comment length is 50 characters.