চারটি দেয়াল ক্রমশ
সরে আসে বৃত্তের ভেতরে
কমে আসে আলো
বস্তুর চারিপাশ এখন নীরব।
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ।
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়।
স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখ,দেখো দাঁড়ায়
সম্মোহিত শহর
বাতাসের চোখে আজ,চোখে আজ
নেশার উৎকট আলো
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ।
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
বিবর্ণ সময়ের
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ
সরে আসে বৃত্তের ভেতরে
কমে আসে আলো
বস্তুর চারিপাশ এখন নীরব।
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ।
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়।
স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখ,দেখো দাঁড়ায়
সম্মোহিত শহর
বাতাসের চোখে আজ,চোখে আজ
নেশার উৎকট আলো
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ।
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
বিবর্ণ সময়ের
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ
Comments (0)
The minimum comment length is 50 characters.