অদ্বিতীয় অপ্রত্যাশী তুমি, আদি-অনন্ত চিরস্থায়ী
প্রথম সৃজনকারী
জগৎপতি জ্যোতি তুমি পরম করুণাময়
প্রশংসিত প্রতিপালক
প্রহরী তুমি, হীনকারী তুমি, পুনরুত্থানকারী
সত্যস্বরূপ দৃঢ় তুমি, অনুগ্রহকারী
মহিমান্বিত, গৌরবান্বিত, মহান উন্নত ন্যায় বিচারক
তুমি আমায় পুড়তে দাও
নীরবে কাঁদবো আমি একা, তোমায় ডাকবো না
ছুটে যাবো আয়নার তরে, ভুলেও ওদিকে না
সুরের আড়ালে লুকিয়ে আমি
বলি ধন্য আমি
সৃষ্টির আর মৃত্যুর
মৃত্যুর আর প্রত্যাবর্তনের স্বত্বাধিকারী
প্রকাশ্য আর অপ্রকাশ্য
সত্যের ধারক তুমি, পবিত্র পরাক্রমশালী
কোমলান্তকরণময় রক্ষাকারী তুমি
ধৈর্য, শক্তি, সম্মান তুমি
কৃপার আধার তুমি
ন্যায়পরায়ন, পথ প্রদর্শনকারী
চিরজীবী বন্ধু আমার
তুমি আমায় পুড়তে দাও
প্রথম সৃজনকারী
জগৎপতি জ্যোতি তুমি পরম করুণাময়
প্রশংসিত প্রতিপালক
প্রহরী তুমি, হীনকারী তুমি, পুনরুত্থানকারী
সত্যস্বরূপ দৃঢ় তুমি, অনুগ্রহকারী
মহিমান্বিত, গৌরবান্বিত, মহান উন্নত ন্যায় বিচারক
তুমি আমায় পুড়তে দাও
নীরবে কাঁদবো আমি একা, তোমায় ডাকবো না
ছুটে যাবো আয়নার তরে, ভুলেও ওদিকে না
সুরের আড়ালে লুকিয়ে আমি
বলি ধন্য আমি
সৃষ্টির আর মৃত্যুর
মৃত্যুর আর প্রত্যাবর্তনের স্বত্বাধিকারী
প্রকাশ্য আর অপ্রকাশ্য
সত্যের ধারক তুমি, পবিত্র পরাক্রমশালী
কোমলান্তকরণময় রক্ষাকারী তুমি
ধৈর্য, শক্তি, সম্মান তুমি
কৃপার আধার তুমি
ন্যায়পরায়ন, পথ প্রদর্শনকারী
চিরজীবী বন্ধু আমার
তুমি আমায় পুড়তে দাও
Comments (0)
The minimum comment length is 50 characters.