[Chorus]
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
[Verse 1]
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়
বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না
[Pre-Chorus]
সোনাঝুরি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না
[Chorus]
কেউ জানবে না, কেউ জানবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
[Verse 1]
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়
বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না
[Pre-Chorus]
সোনাঝুরি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না
[Chorus]
কেউ জানবে না, কেউ জানবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়
Comments (0)
The minimum comment length is 50 characters.