আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
আমি চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
আমি চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
Comments (0)
The minimum comment length is 50 characters.