ও অভিমানি
রুপোলী জলের প্রভায় হৃদয়
আমার ভেতরে রাখতে
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও
আমায় ছুঁয়ে থাকতে
সেখানে হঠাত্ মেঘের প্রপাত্
করলো আঁধার উল্লাস
কারনটা কি জানা হয়নি
সেই থেকে একা বসবাস
ও অভিমানি
এতো পিছুটান এত অভিমান
এখনও চোখের ভাষায়
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
দশমীর ভাঙ্গা চাঁদ
আবারও একসাথে দেখবো
শ্রাবনের ধারাতে
আবারও একসাথে ভিজবো
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
রুপোলী জলের প্রভায় হৃদয়
আমার ভেতরে রাখতে
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও
আমায় ছুঁয়ে থাকতে
সেখানে হঠাত্ মেঘের প্রপাত্
করলো আঁধার উল্লাস
কারনটা কি জানা হয়নি
সেই থেকে একা বসবাস
ও অভিমানি
এতো পিছুটান এত অভিমান
এখনও চোখের ভাষায়
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
দশমীর ভাঙ্গা চাঁদ
আবারও একসাথে দেখবো
শ্রাবনের ধারাতে
আবারও একসাথে ভিজবো
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
Comments (0)
The minimum comment length is 50 characters.