এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হলো..
কেউ বোঝে কি না বোঝে হায়
আমি শুধুই বুঝি
এই আঁধারে ভুল করে হায়
আলো মিছে খুঁজি
মেঘ মরুতে যায় কি দেখা
দিন যায় একা একা, একা।
এ কি হলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে।
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হলো..
কেউ বোঝে কি না বোঝে হায়
আমি শুধুই বুঝি
এই আঁধারে ভুল করে হায়
আলো মিছে খুঁজি
মেঘ মরুতে যায় কি দেখা
দিন যায় একা একা, একা।
এ কি হলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে।
Comments (0)
The minimum comment length is 50 characters.