ওইতো তোমার হাতের মুঠোয়
চোখের পলক রাখা
আলতো ফুঁয়ে দু'ঠোট ছুঁয়ে
ইচ্ছে মেলে পাখা
ওইতো সুখের অবাধ্য মন
কাঁপছিলো অকারণ
একই আদর মাহ ভাদর
একই তো উচ্চারণ
এক মুহূর্ত যায়
এক মুহূর্ত হাসে
অন্য ছল অনর্গল
অন্য গল্পের ঘাসে
মন ভাঙে মন যেমন
ঘটে সচরাচর
তোমার মুখে আমার ছায়ায়
ভুল প্রতিশ্রুতির আঁচড়
কে থমকে দাঁড়ায়
পুরোনো পাড়ায়
মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
ওইতো তোমার ঘাসের বিকেল
দুলছে ঝুলন সাঁঝে
নরম চোখে ছুঁড়ছে ধুলো
প্রেমিক তিরন্দাজে
চোখের পলক রাখা
আলতো ফুঁয়ে দু'ঠোট ছুঁয়ে
ইচ্ছে মেলে পাখা
ওইতো সুখের অবাধ্য মন
কাঁপছিলো অকারণ
একই আদর মাহ ভাদর
একই তো উচ্চারণ
এক মুহূর্ত যায়
এক মুহূর্ত হাসে
অন্য ছল অনর্গল
অন্য গল্পের ঘাসে
মন ভাঙে মন যেমন
ঘটে সচরাচর
তোমার মুখে আমার ছায়ায়
ভুল প্রতিশ্রুতির আঁচড়
কে থমকে দাঁড়ায়
পুরোনো পাড়ায়
মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
ওইতো তোমার ঘাসের বিকেল
দুলছে ঝুলন সাঁঝে
নরম চোখে ছুঁড়ছে ধুলো
প্রেমিক তিরন্দাজে
Comments (0)
The minimum comment length is 50 characters.