[Verse 1]
শত ব্যথায় ঢাকা ক্ষত
অবিশ্বাস মোড়া নিশ্বাস যত
স্মৃতিগুলো সব মৃত্যুর মতো
ঘনিয়ে আসে
বিগত জীবনের মতো
ভুলে গড়া ভুলের বহর
এড়াবে কে হেলায় প্রহর?
প্রেরণারা জীবনের ভিড়ে ক্ষয় হয়ে
হারানো তোমাকেই খুঁজে ফেরে
[Chorus]
তবু থেকে যায় কথা
জমে একরাশ নীরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি-আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
[Verse 2]
কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি
একাকী সয়ে যাওয়ার
এ ভয়ে কাটে সময়
হয়তো কোনোদিন আসবে
শিশির ভেজা ঘাসে
তোমার স্মৃতির ছায়ায়
আঁধার শহরের স্বপ্ন
আমাদের অভিমান ভোলায়
শত ব্যথায় ঢাকা ক্ষত
অবিশ্বাস মোড়া নিশ্বাস যত
স্মৃতিগুলো সব মৃত্যুর মতো
ঘনিয়ে আসে
বিগত জীবনের মতো
ভুলে গড়া ভুলের বহর
এড়াবে কে হেলায় প্রহর?
প্রেরণারা জীবনের ভিড়ে ক্ষয় হয়ে
হারানো তোমাকেই খুঁজে ফেরে
[Chorus]
তবু থেকে যায় কথা
জমে একরাশ নীরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি-আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
[Verse 2]
কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি
একাকী সয়ে যাওয়ার
এ ভয়ে কাটে সময়
হয়তো কোনোদিন আসবে
শিশির ভেজা ঘাসে
তোমার স্মৃতির ছায়ায়
আঁধার শহরের স্বপ্ন
আমাদের অভিমান ভোলায়
Comments (0)
The minimum comment length is 50 characters.