দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারি
এক ঝিম ধরা দিবা স্বপনে
আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি
পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের অবহেলায়
পচন ধরে মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা
জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে
ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায়
এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়, ভালোবাসার
প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়…
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা
জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারি
এক ঝিম ধরা দিবা স্বপনে
আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি
পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের অবহেলায়
পচন ধরে মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা
জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে
ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায়
এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়, ভালোবাসার
প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়…
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা
Comments (0)
The minimum comment length is 50 characters.