ওই-যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই-যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই-যে ঝড়ের মেঘের...
ওরই গানের তালে তালে, আমে, জামে, শিরীষ শালে
নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে
কল্লোলে, কল্লোলে
ওই-যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই-যে ঝড়ের মেঘের...
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই-যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই-যে ঝড়ের মেঘের...
ওরই গানের তালে তালে, আমে, জামে, শিরীষ শালে
নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে
কল্লোলে, কল্লোলে
ওই-যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই-যে ঝড়ের মেঘের...
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
Comments (0)
The minimum comment length is 50 characters.