হতে পারে ক্লিশে তেলচিটে বালিশে
সত্যি কথা জমলে যেমন হয়
আর, কী রোদ্দুর যে উঠতো, আলোই যেন ঈশ্বর
দিনের মধ্যে ক্যাচ ধরেছি দশটা সূর্যোদয়
ওই তো হাঁটছি, সত্যি তখন বড্ড রোগা
হিসেব করছি নোবেল পেতে দশ না বারো
বাজার বইতে এহাত ওহাত আউপাতালি
কোন বালিকা, তোমরা কি ভাই বলতে পারো?
যেন তোমায় আনলাম দূরপাল্লার জানলায়
বাইরে সবাই এক সেকেন্ডের শট
ভীষণ গরম স্যুপটায় যেই রেখেছি ওষ্ঠ
তোমার ঠোঁটে ফোস্কা পড়ে তীব্র স্পিকটি নট
ওই যে হাঁটছি দিব্যি দু'জন লরেল-হার্ডি
কুড়মুড়িয়ে মাড়িয়ে যাচ্ছি হিংসে-দানা
ফাঁকা ক্লাসে জোর করেছি, ঘাট হয়েছে
চললো এখন ফ্যাঁচফ্যাঁচানি রুমাল বেচে
এ ঘরে থাক ঝুরো সন্ধ্যে
নীচু মেঘের মতো রাত্রি, লাল রং
আলাপী বুড়ো এই ভরদুপুর
পথে রাংতা বাগান
কলকা করা বাক্য, অসভ্য নাম স্বাক্ষর
পার্কে বেঞ্চি দৌড়ে আসছে আজকে আমার টার্ন
সত্যি কথা জমলে যেমন হয়
আর, কী রোদ্দুর যে উঠতো, আলোই যেন ঈশ্বর
দিনের মধ্যে ক্যাচ ধরেছি দশটা সূর্যোদয়
ওই তো হাঁটছি, সত্যি তখন বড্ড রোগা
হিসেব করছি নোবেল পেতে দশ না বারো
বাজার বইতে এহাত ওহাত আউপাতালি
কোন বালিকা, তোমরা কি ভাই বলতে পারো?
যেন তোমায় আনলাম দূরপাল্লার জানলায়
বাইরে সবাই এক সেকেন্ডের শট
ভীষণ গরম স্যুপটায় যেই রেখেছি ওষ্ঠ
তোমার ঠোঁটে ফোস্কা পড়ে তীব্র স্পিকটি নট
ওই যে হাঁটছি দিব্যি দু'জন লরেল-হার্ডি
কুড়মুড়িয়ে মাড়িয়ে যাচ্ছি হিংসে-দানা
ফাঁকা ক্লাসে জোর করেছি, ঘাট হয়েছে
চললো এখন ফ্যাঁচফ্যাঁচানি রুমাল বেচে
এ ঘরে থাক ঝুরো সন্ধ্যে
নীচু মেঘের মতো রাত্রি, লাল রং
আলাপী বুড়ো এই ভরদুপুর
পথে রাংতা বাগান
কলকা করা বাক্য, অসভ্য নাম স্বাক্ষর
পার্কে বেঞ্চি দৌড়ে আসছে আজকে আমার টার্ন
Comments (0)
The minimum comment length is 50 characters.