
Ei Brishtite Bhije Mati Manna Dey (Ft. Lata Mangeshkar)
"Ei Brishtite Bhije Mati," performed by Manna Dey and Lata Mangeshkar, is a poignant Bengali duet released in 1970. #Classical. The song explores themes of love, nostalgia, and the beauty of nature intertwined with emotions. Its unique blend of classical melodies and heartfelt lyrics evokes deep cultural resonance, celebrating the essence of Bengali music.

এই বৃষ্টিতে ভিজে মাটি
চলো, চলে যাই তুমি আমি
দু'জনেতে মজা করে
ভিজে আসি পাশাপাশি
এই বৃষ্টিতে ভিজে মাটি
চলো, চলে যাই তুমি আমি
দু'জনেতে মজা করে
ভিজে আসি পাশাপাশি
এই বৃষ্টিতে ভিজে মাটি
চলো, চলে যাই
এ মন যে হলো এলোমেলো
এই বৃষ্টিধারায়, পাগল হাওয়ায়
ভরিয়ে দিলো কানায় কানায়
এ মন যে হলো এলোমেলো
এই বৃষ্টি ধারায়, পাগল হাওয়ায়
ভরিয়ে দিলো কানায় কানায়
এই বৃষ্টিতে হৃদয় ভরে
দিলাম সবই উজাড় করে
হারিয়ে গেলো আমার আমি
কখন মনের অগোচরে
চলো, চলে যাই তুমি আমি
দু'জনেতে মজা করে
ভিজে আসি পাশাপাশি
এই বৃষ্টিতে ভিজে মাটি
চলো, চলে যাই তুমি আমি
দু'জনেতে মজা করে
ভিজে আসি পাশাপাশি
এই বৃষ্টিতে ভিজে মাটি
চলো, চলে যাই
এ মন যে হলো এলোমেলো
এই বৃষ্টিধারায়, পাগল হাওয়ায়
ভরিয়ে দিলো কানায় কানায়
এ মন যে হলো এলোমেলো
এই বৃষ্টি ধারায়, পাগল হাওয়ায়
ভরিয়ে দিলো কানায় কানায়
এই বৃষ্টিতে হৃদয় ভরে
দিলাম সবই উজাড় করে
হারিয়ে গেলো আমার আমি
কখন মনের অগোচরে
Comments (0)
The minimum comment length is 50 characters.