মনে পড়ে কি, এক জোছনা রাতে
চাঁদের কাছে কথা দিয়েছিলে
তুমি আমার হবে, চিরকাল আমারই রবে
বছর ঘুরে এলো সেই জোছনা
আজ আমি একা এই রাতে
কিছু ব্যথা মিশে আছে বাতাসে, ভালোবেসে
কেন ভালোবেসেছিলে নিঃসঙ্গ এক নির্বাক ছবিকে?
আমি হারিয়ে খুঁজি সেই স্বপ্নটাকে
ভাবি, স্বপ্নটা কি কভু সত্যি হবে
কেন দেখা দিয়েছিলে শত বর্ষের ধুমকেতু হয়ে আকাশে, শুধু হেসে?
সব স্মৃতি নিয়ে গেলে দিয়ে একরাশ নীল দুঃখ আমাকে
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
চাঁদের কাছে কথা দিয়েছিলে
তুমি আমার হবে, চিরকাল আমারই রবে
বছর ঘুরে এলো সেই জোছনা
আজ আমি একা এই রাতে
কিছু ব্যথা মিশে আছে বাতাসে, ভালোবেসে
কেন ভালোবেসেছিলে নিঃসঙ্গ এক নির্বাক ছবিকে?
আমি হারিয়ে খুঁজি সেই স্বপ্নটাকে
ভাবি, স্বপ্নটা কি কভু সত্যি হবে
কেন দেখা দিয়েছিলে শত বর্ষের ধুমকেতু হয়ে আকাশে, শুধু হেসে?
সব স্মৃতি নিয়ে গেলে দিয়ে একরাশ নীল দুঃখ আমাকে
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
এবার আমি নিস্তব্ধ রাতে
একলা হাঁটি ঠিকানাবিহীন
আমি প্রশ্ন রাখি শুধু আমারই কাছে
আমি পৌঁছেছি কি সেই শেষ প্রান্তে?
Comments (0)
The minimum comment length is 50 characters.