
Chobbisher Guerrilla (চব্বিশের গেরিলা) 24 Er Guerrilla
On this page, discover the full lyrics of the song "Chobbisher Guerrilla (চব্বিশের গেরিলা)" by 24 Er Guerrilla. Lyrxo.com offers the most comprehensive and accurate lyrics, helping you connect with the music you love on a deeper level. Ideal for dedicated fans and anyone who appreciates quality music.

[Verse 1: Critical Mahmood]
আমরা সমাজ rapper কলম হাতে যোদ্ধা
কোটার লাইগা কেমনে করস ছাত্রসমাজ হত্যা?
আমরাই যখন রাজাকার, তাইলে ক তুই রাজা কার?
সমাজ বইতে কী পড়াইলি এখন দেহি খটকা
মেধা ছাড়ে দেশ গন্ডমূর্খ পালে সরকার
এমন গনতন্ত্রের লেইগা রাজাকার-ই দরকার
হলতে আইবো মেধার ধ্বনি আহে বোনের চিৎকার
২৪-এ বুদ্ধিজীবী মারলে ক তুই loss কার?
রাজনীতি কর ভালো নীতি ছাড়া রাজ না
জ্ঞান অর্জন করবো ছাত্র picketing-এর কাজ না
গুলি করোস কারে তোরা চোখ খুইলা চাস না?
অধিকার এর লাইগা কত লোভি তোরা লাল রক্তের খাজনা
ভাই কইসে গুল্লি করলে মাথায় মার, বুকে বঙ্গবন্ধু
এক bench-এ বহা বন্ধু, কেমনে চালায় বন্দুক?
সাংবাদিক সব ব্যস্ত কারন বাম্পার ফলন TV তে
সাবধান পতন হইবো history গেলে repeat-এ
[Verse 2: Shooter 47]
এই দেশটা কারো বাপের না যে
হাত জাগাইলে মামলা দিবো
বোনরে পিডায় পদের লাইগা
টোকাই ভায়ে কামলা দিবো
খবর বানায় কারা যারা ওরাই আবার পা চাঁটা
স্বাক্ষী দিবো rubber bullet চৌদ্দ শিকের খাঁচাটা
ইতিহাস স্বাক্ষী দিবো ন্যায় এর পথে খাড়াইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো গরম রক্ত পাড়াইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো আপনজন রে হারাইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো কলম হাতে খাড়াইসে কে
আমরা সমাজ rapper কলম হাতে যোদ্ধা
কোটার লাইগা কেমনে করস ছাত্রসমাজ হত্যা?
আমরাই যখন রাজাকার, তাইলে ক তুই রাজা কার?
সমাজ বইতে কী পড়াইলি এখন দেহি খটকা
মেধা ছাড়ে দেশ গন্ডমূর্খ পালে সরকার
এমন গনতন্ত্রের লেইগা রাজাকার-ই দরকার
হলতে আইবো মেধার ধ্বনি আহে বোনের চিৎকার
২৪-এ বুদ্ধিজীবী মারলে ক তুই loss কার?
রাজনীতি কর ভালো নীতি ছাড়া রাজ না
জ্ঞান অর্জন করবো ছাত্র picketing-এর কাজ না
গুলি করোস কারে তোরা চোখ খুইলা চাস না?
অধিকার এর লাইগা কত লোভি তোরা লাল রক্তের খাজনা
ভাই কইসে গুল্লি করলে মাথায় মার, বুকে বঙ্গবন্ধু
এক bench-এ বহা বন্ধু, কেমনে চালায় বন্দুক?
সাংবাদিক সব ব্যস্ত কারন বাম্পার ফলন TV তে
সাবধান পতন হইবো history গেলে repeat-এ
[Verse 2: Shooter 47]
এই দেশটা কারো বাপের না যে
হাত জাগাইলে মামলা দিবো
বোনরে পিডায় পদের লাইগা
টোকাই ভায়ে কামলা দিবো
খবর বানায় কারা যারা ওরাই আবার পা চাঁটা
স্বাক্ষী দিবো rubber bullet চৌদ্দ শিকের খাঁচাটা
ইতিহাস স্বাক্ষী দিবো ন্যায় এর পথে খাড়াইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো গরম রক্ত পাড়াইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো আপনজন রে হারাইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো কলম হাতে খাড়াইসে কে
Comments (0)
The minimum comment length is 50 characters.