[Chorus]
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[Refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[Verse 1]
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
ও আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
[Refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[Chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[Verse 2]
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
ও আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[Refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[Verse 1]
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
ও আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
[Refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[Chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[Verse 2]
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
ও আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই
Comments (0)
The minimum comment length is 50 characters.