[Clarinet Intro: Idris Rahman]
[Chorus: Ripon]
ও নদীর কূল নাই, কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[Clarinet Solo: Idris Rahman]
[Chorus: Ripon]
নদীর কূল নাই, কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[Verse 1: Ripon]
ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে
[Chorus: Ripon]
ও নদীর কূল নাই, কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[Clarinet Solo: Idris Rahman]
[Chorus: Ripon]
নদীর কূল নাই, কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[Verse 1: Ripon]
ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে
Comments (0)
The minimum comment length is 50 characters.