তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি
মন ব্যথা, চোখ ভরে কান্না
একই সিঁড়ি ভাঙা, কুমির ডাঙা
তবু সব খেলনা বাটি রান্না
একই আশা চলছি, একই ভাষা বলছি
ছোট মুখে বড় কথা আর না
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি
মন ব্যথা, চোখ ভরে কান্না
একই সিঁড়ি ভাঙা, কুমির ডাঙা
তবু সব খেলনা বাটি রান্না
কিছুই বানানো হয়নি আমার মাপে
অনেক নিচুতে কুঁড়িয়ে বাঁচার ঠাট্টা, অভিশাপে
তোমাদের চোখে আমরাই লিলিপুট
গোছানো শহরে অন্য গ্রহের নিতান্ত বিদঘুট
অনেক হয়েছে, এইবার হাত ধর না
এইবার হাত ধর না
একই সিঁড়ি ভাঙা, কুমির ডাঙ্গা
ছোট মুখে বড় কথা আর না
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি
মন ব্যথা, চোখ ভরে কান্না
মন ব্যথা, চোখ ভরে কান্না
একই সিঁড়ি ভাঙা, কুমির ডাঙা
তবু সব খেলনা বাটি রান্না
একই আশা চলছি, একই ভাষা বলছি
ছোট মুখে বড় কথা আর না
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি
মন ব্যথা, চোখ ভরে কান্না
একই সিঁড়ি ভাঙা, কুমির ডাঙা
তবু সব খেলনা বাটি রান্না
কিছুই বানানো হয়নি আমার মাপে
অনেক নিচুতে কুঁড়িয়ে বাঁচার ঠাট্টা, অভিশাপে
তোমাদের চোখে আমরাই লিলিপুট
গোছানো শহরে অন্য গ্রহের নিতান্ত বিদঘুট
অনেক হয়েছে, এইবার হাত ধর না
এইবার হাত ধর না
একই সিঁড়ি ভাঙা, কুমির ডাঙ্গা
ছোট মুখে বড় কথা আর না
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি
মন ব্যথা, চোখ ভরে কান্না
Comments (0)
The minimum comment length is 50 characters.