শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
শিং নেই তবু নাম তার সিংহ
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা-হাম্বা, টিক-টিক টিক-টিক
দাও ভাই নাকে এক টিপ নস্যি
খাও তার পরে এক মগ লস্যি
লাগে জুড়ি জুড়ি সুড়সুড়ি
হ্যাঁচ্চো হ্যাঁচ্চো, ছিক-ছিক ছিক-ছিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা-হাম্বা, টিক-টিক টিক-টিক
দুই পায়ে পরে নাগরা
যাও নয় হেঁটে আগ্রা
জামতলা, আমতলা, নিমতলা পথে পাবে
নয় নয় এতো ঠাট্টা
খাও পেট ভরে গাট্টা
কাঁচকলা, কানমলা, খাও তুমি কত খাবে
কাঁচকলা, কানমলা, খাও তুমি কত খাবে
ডিম নয় তবু অশ্বডিম্ব
শিং নেই তবু নাম তার সিংহ
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা-হাম্বা, টিক-টিক টিক-টিক
দাও ভাই নাকে এক টিপ নস্যি
খাও তার পরে এক মগ লস্যি
লাগে জুড়ি জুড়ি সুড়সুড়ি
হ্যাঁচ্চো হ্যাঁচ্চো, ছিক-ছিক ছিক-ছিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেঁকা, ভ্যাবাচ্যাকা
হাম্বা-হাম্বা, টিক-টিক টিক-টিক
দুই পায়ে পরে নাগরা
যাও নয় হেঁটে আগ্রা
জামতলা, আমতলা, নিমতলা পথে পাবে
নয় নয় এতো ঠাট্টা
খাও পেট ভরে গাট্টা
কাঁচকলা, কানমলা, খাও তুমি কত খাবে
কাঁচকলা, কানমলা, খাও তুমি কত খাবে
Comments (0)
The minimum comment length is 50 characters.