তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়
একই ভাবে বেঁচে আছি ঈশ্বর তা জানেন
এই শহরের অলি-গলি ভ্রান্ত কথার মানে
শুদ্ধ কথার রীতিনীতি, পেটচুক্তির ওই কাব্যগীতি
শুদ্ধ কথার রীতিনীতি, পেটচুক্তির ওই কাব্যগীতি
হঠকারিতার লেবাস গায়ে এই শহরটায়
শিকল পায়ে যে মানুষটা হেঁটে যায়, কী বা পায়?
হেঁটে হেঁটে অবশেষে দিনগুলো কেটে যায়
স্বপ্ন যায় হারিয়ে
আমি এখন একা একা বসে ভাবি
যায় সিমানা ছাড়িয়ে
জীবন যখন যেন বোধের চেয়ে ভারী
কেউ মানেনা
গলির ভিতর ছোট্ট বাসা
ইচ্ছেকথায় বিশাল আশা
মনের ভেতর প্রশ্ন ঘোরে
ঘুম ভেঙ্গে যায় ধূসর ভোরে
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়
একই ভাবে বেঁচে আছি ঈশ্বর তা জানেন
এই শহরের অলি-গলি ভ্রান্ত কথার মানে
শুদ্ধ কথার রীতিনীতি, পেটচুক্তির ওই কাব্যগীতি
শুদ্ধ কথার রীতিনীতি, পেটচুক্তির ওই কাব্যগীতি
হঠকারিতার লেবাস গায়ে এই শহরটায়
শিকল পায়ে যে মানুষটা হেঁটে যায়, কী বা পায়?
হেঁটে হেঁটে অবশেষে দিনগুলো কেটে যায়
স্বপ্ন যায় হারিয়ে
আমি এখন একা একা বসে ভাবি
যায় সিমানা ছাড়িয়ে
জীবন যখন যেন বোধের চেয়ে ভারী
কেউ মানেনা
গলির ভিতর ছোট্ট বাসা
ইচ্ছেকথায় বিশাল আশা
মনের ভেতর প্রশ্ন ঘোরে
ঘুম ভেঙ্গে যায় ধূসর ভোরে
Comments (0)
The minimum comment length is 50 characters.