[Verse 1]
নিয়মিত জীবনধারায় অবিরত স্বপ্ন দেখা
অপূর্ণতায় যখন জীবনকে পরিপূর্ণ করে রাখা
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই
মনে করে ভুলে থাকা
ভুলের মাঝে খুঁজে পাওয়া
বেঁচে থাকার অভিনয়ে
নিজেকে আরো হারিয়ে ফেলা
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই
[Instrumental]
[Chorus]
এখনই সময় নিজেকে খুঁজে দেখার
এখনই সময় জীবনের হিসেব মেলাবার
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
সময় করেছে একা
সামনে তাকিয়ে দেখো আছে অবাক পৃথিবী
স্মৃতির পাতায় ছিল তার গল্প সবই
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
নিজের ভেতরেই পাবে আরেক তুমি
নিয়মিত জীবনধারায় অবিরত স্বপ্ন দেখা
অপূর্ণতায় যখন জীবনকে পরিপূর্ণ করে রাখা
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই
মনে করে ভুলে থাকা
ভুলের মাঝে খুঁজে পাওয়া
বেঁচে থাকার অভিনয়ে
নিজেকে আরো হারিয়ে ফেলা
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই
[Instrumental]
[Chorus]
এখনই সময় নিজেকে খুঁজে দেখার
এখনই সময় জীবনের হিসেব মেলাবার
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
সময় করেছে একা
সামনে তাকিয়ে দেখো আছে অবাক পৃথিবী
স্মৃতির পাতায় ছিল তার গল্প সবই
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
নিজের ভেতরেই পাবে আরেক তুমি
Comments (0)
The minimum comment length is 50 characters.