[Chorus]
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
ব্যাকুল করো না
দূরের ফসল ঘ্রাণে আমায়
ব্যাকুল করো না
বসন্তকে গাইতে দিও গান
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
[Verse 1]
আনন্দ দাও সাদা জবায়
দিনের হাসি, রোদের কিরণ
এসব বলো কে চায়?
আনন্দ দাও সাদা জবায়
রাতের ছায়া, অজানা ভয়
যেমন ডাকে আমায়
আনন্দ দাও ভ্রমর গুঞ্জনে
আনন্দ দাও ভ্রমর গুঞ্জনে
গাছের ছায়ায় তারা ঘুরে ঘুরে খেলে
[Chorus]
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
আনন্দ দাও
পাখিদের ছুটে চলায়
ডানার গানের
শব্দ ছাপায়
ভ্রমরদলের ছায়ার গুঞ্জনে
আনন্দ দাও
পাখিদের ছুটে চলায়
ডানার গানের
শব্দ ছাপায়
ভ্রমরদলের ছায়ার গুঞ্জনে
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
ব্যাকুল করো না
দূরের ফসল ঘ্রাণে আমায়
ব্যাকুল করো না
বসন্তকে গাইতে দিও গান
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
[Verse 1]
আনন্দ দাও সাদা জবায়
দিনের হাসি, রোদের কিরণ
এসব বলো কে চায়?
আনন্দ দাও সাদা জবায়
রাতের ছায়া, অজানা ভয়
যেমন ডাকে আমায়
আনন্দ দাও ভ্রমর গুঞ্জনে
আনন্দ দাও ভ্রমর গুঞ্জনে
গাছের ছায়ায় তারা ঘুরে ঘুরে খেলে
[Chorus]
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
আনন্দ দাও
পাখিদের ছুটে চলায়
ডানার গানের
শব্দ ছাপায়
ভ্রমরদলের ছায়ার গুঞ্জনে
আনন্দ দাও
পাখিদের ছুটে চলায়
ডানার গানের
শব্দ ছাপায়
ভ্রমরদলের ছায়ার গুঞ্জনে
Comments (0)
The minimum comment length is 50 characters.