[Verse 1: Md. Gonjer Ali, Md. Gonjer Ali & Choir]
গায়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া
চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া
গায়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া
চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া
[Pre-Chorus: Arnob, Arnob & Choir]
হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়
হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়
[Chorus: Choir]
হমান বোন
হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও
উদা ঘাটে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
হমান বোন
হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও
উদা ঘাটে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
গায়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া
চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া
গায়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া
চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া
[Pre-Chorus: Arnob, Arnob & Choir]
হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়
হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়
[Chorus: Choir]
হমান বোন
হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও
উদা ঘাটে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
হমান বোন
হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও
উদা ঘাটে
প্যাঁচে বাড়ে
ঘাটে বাড়ে
Comments (0)
The minimum comment length is 50 characters.