[Intro: Aleya Begum]
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যাকালে রে
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
[Instrumental Break]
[Chorus: Shiblu Mredha]
ফুল ফুটেছে, গন্ধে সারা মন
ফুল ফুটেছে, গন্ধে সারা মন
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
[Post-Chorus: Aleya Begum & Baul's]
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যাকালে রে
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যাকালে রে
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
[Instrumental Break]
[Chorus: Shiblu Mredha]
ফুল ফুটেছে, গন্ধে সারা মন
ফুল ফুটেছে, গন্ধে সারা মন
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
[Post-Chorus: Aleya Begum & Baul's]
বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যাকালে রে
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
Comments (0)
The minimum comment length is 50 characters.