ও ও ও.. ও ও ও..
ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন ভাষা
ভিন্ন ভিন্ন মনে, ভিন্ন ভিন্ন আশা
ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন ভাষা
ভিন্ন ভিন্ন মনে ভিন্ন ভিন্ন আশা
ও ও ও.. ও ও ও..
বর্ণে বর্ণে সাদা কালো
যেথায় মিলে এক হয়
সেই পৃথিবীর গল্পজুড়ে
তোমার আমার জয় হয়
মনে মনে এক মন
রঙে রঙে এক রঙ
তুমি আমি এক কবে
চলো তবে তাই হোক
দুনিয়াটা এক হোক
ভালোবাসার জয় হবে
এও এও এও.. এও এও এও
ও ও ও.. ও ও ও..
ও ও ও.. ও ও ও..
চলো হাতের ভেতর রাখি হাত
আলোর গভীরে আলো
মনের ভেতরে মন
তরুন শিখা জ্বালো
ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন ভাষা
ভিন্ন ভিন্ন মনে, ভিন্ন ভিন্ন আশা
ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন ভাষা
ভিন্ন ভিন্ন মনে ভিন্ন ভিন্ন আশা
ও ও ও.. ও ও ও..
বর্ণে বর্ণে সাদা কালো
যেথায় মিলে এক হয়
সেই পৃথিবীর গল্পজুড়ে
তোমার আমার জয় হয়
মনে মনে এক মন
রঙে রঙে এক রঙ
তুমি আমি এক কবে
চলো তবে তাই হোক
দুনিয়াটা এক হোক
ভালোবাসার জয় হবে
এও এও এও.. এও এও এও
ও ও ও.. ও ও ও..
ও ও ও.. ও ও ও..
চলো হাতের ভেতর রাখি হাত
আলোর গভীরে আলো
মনের ভেতরে মন
তরুন শিখা জ্বালো
Comments (0)
The minimum comment length is 50 characters.