কন্ডাক্টর বাস ভাড়া চায় না
সুন্দরীরা ডাকছে পার্কে
বাচ্চাদের হুলুস্থুল বায়না
কেন আমি নেই কার্টুন নেটওয়ার্কে
আর ঋতুপর্ণ পায়ে ওল্টায়
এই বাজেট সামলাবো কি করিয়া?
তাই নামলুম চ্যালেঞ্জিং রোলটায়
আমি চোখের বালিতে ঐশ্বরিয়া
না না ভগবান এ কি পার্শিয়ালিটি, হ্যাঁ?
আরে, একটা তো জায়গা চাই থামবার
দেখো আমি গাইলেই লোকে মারে সিটি
আর নাচলেই ভাবে আইটেম নাম্বার
দেবতার মতন চেহারা
দেখে লজ্জায় গুটিয়ে যায় আয়না
কন্ডাক্টর বাস ভাড়া চায় না
আর বেতালকে ছেড়ে আসছে ডায়না
এর মধ্যেই কেমন প্রসিদ্ধ
আমায় কত লোকে যাচ্ছে দেখে
আরে এই তো সেদিনকে এক বৃদ্ধ
এলেন সুদূর রাঁচি থেকে
তিনি মন দিয়ে দেখলেন নাড়ি
শুনলেন আমার লেখা পদ্য
বোধ হয় সম্বর্ধনা পেতে পারি, বুঝলেন?
গিয়ে থাকতেও বললেন দিন চৌদ্দ
সুন্দরীরা ডাকছে পার্কে
বাচ্চাদের হুলুস্থুল বায়না
কেন আমি নেই কার্টুন নেটওয়ার্কে
আর ঋতুপর্ণ পায়ে ওল্টায়
এই বাজেট সামলাবো কি করিয়া?
তাই নামলুম চ্যালেঞ্জিং রোলটায়
আমি চোখের বালিতে ঐশ্বরিয়া
না না ভগবান এ কি পার্শিয়ালিটি, হ্যাঁ?
আরে, একটা তো জায়গা চাই থামবার
দেখো আমি গাইলেই লোকে মারে সিটি
আর নাচলেই ভাবে আইটেম নাম্বার
দেবতার মতন চেহারা
দেখে লজ্জায় গুটিয়ে যায় আয়না
কন্ডাক্টর বাস ভাড়া চায় না
আর বেতালকে ছেড়ে আসছে ডায়না
এর মধ্যেই কেমন প্রসিদ্ধ
আমায় কত লোকে যাচ্ছে দেখে
আরে এই তো সেদিনকে এক বৃদ্ধ
এলেন সুদূর রাঁচি থেকে
তিনি মন দিয়ে দেখলেন নাড়ি
শুনলেন আমার লেখা পদ্য
বোধ হয় সম্বর্ধনা পেতে পারি, বুঝলেন?
গিয়ে থাকতেও বললেন দিন চৌদ্দ
Comments (0)
The minimum comment length is 50 characters.