Jamaica Farewell Hatirpool Sessions (Ft. Chetona Rahman Vasha, Dipta Pritam Nath & Joyee Chakma Joy)
[Verse 1: Joyee Chakma Joy]
ফদো হুরে ঐ মোন মুরোত
যেদু বেক থামি যায় ফেগো রত
সাজন্যের ফাগত তারার উন টিপ
ফুলর থুমবাজে মনান অজি যায়
[Chorus: Joyee Chakma Joy]
হোন আর গানিত সেই তজিমপুর
ম মনান থায় বাজি মন মুরত
এজো ফত্তান থায়দি সে থান্যেবি
স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই
[Pre-Chorus: Chetona Rahman Vasha]
আহা, পথের প্রান্তে ঐ সুদূর গাঁয়ে
যেথা সময় থমকে থামে বটের ছায়
আহা সন্ধ্যা দীপ জ্বালে তারার টিপ
কত ফুলের গন্ধ মোর মাতায়
[Chorus: Chetona Rahman Vasha]
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
[Instrumental Break]
ফদো হুরে ঐ মোন মুরোত
যেদু বেক থামি যায় ফেগো রত
সাজন্যের ফাগত তারার উন টিপ
ফুলর থুমবাজে মনান অজি যায়
[Chorus: Joyee Chakma Joy]
হোন আর গানিত সেই তজিমপুর
ম মনান থায় বাজি মন মুরত
এজো ফত্তান থায়দি সে থান্যেবি
স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই
[Pre-Chorus: Chetona Rahman Vasha]
আহা, পথের প্রান্তে ঐ সুদূর গাঁয়ে
যেথা সময় থমকে থামে বটের ছায়
আহা সন্ধ্যা দীপ জ্বালে তারার টিপ
কত ফুলের গন্ধ মোর মাতায়
[Chorus: Chetona Rahman Vasha]
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
[Instrumental Break]
Comments (0)
The minimum comment length is 50 characters.