ডিলিট করছি তোমার এস এম এস
আমার মগজ থেকে তোমাই করতে নিরুদ্দেশ
ভেবে নিতে পারো আমায় ‘lost case’
সময় আমার কাঁচা তবু মনে পক্ককেশ।
ও ভেবে নিতে পারো আমায় ‘lost case’
সময় আমার কাঁচা তবু মনে পক্ককেশ
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা (x2)
করো হে।
না করবো না করবো না এই মত
আমার কাটা ঠোঁটে ভাংগা জোটে
একবোজ্ঞা রিমোট কন্ট্রল এ
আর মনটলে কার জটে
বন্ধ বোকা প্রেমের দোকান অনস্বীকার্য..
অনিবার্য..
প্রিয়তমা হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে
ষড়যন্ত্রী তোমার এন্ট্রি প্রহিবিটেড এতো লেটে
ছাড়ো কাব্য পরে ভাববো আপাতত খিদে পেটে
সরি কাকা আরো টাকা
আমার লাগবে দ্রুত রেটে
আমার মগজ থেকে তোমাই করতে নিরুদ্দেশ
ভেবে নিতে পারো আমায় ‘lost case’
সময় আমার কাঁচা তবু মনে পক্ককেশ।
ও ভেবে নিতে পারো আমায় ‘lost case’
সময় আমার কাঁচা তবু মনে পক্ককেশ
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা (x2)
করো হে।
না করবো না করবো না এই মত
আমার কাটা ঠোঁটে ভাংগা জোটে
একবোজ্ঞা রিমোট কন্ট্রল এ
আর মনটলে কার জটে
বন্ধ বোকা প্রেমের দোকান অনস্বীকার্য..
অনিবার্য..
প্রিয়তমা হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে
ষড়যন্ত্রী তোমার এন্ট্রি প্রহিবিটেড এতো লেটে
ছাড়ো কাব্য পরে ভাববো আপাতত খিদে পেটে
সরি কাকা আরো টাকা
আমার লাগবে দ্রুত রেটে
Comments (0)
The minimum comment length is 50 characters.