
Baksho Bondi Artcell
На этой странице вы найдете полный текст песни "Baksho Bondi" от Artcell. Lyrxo предлагает вам самый полный и точный текст этой композиции без лишних отвлекающих факторов. Узнайте все куплеты и припев, чтобы лучше понять любимую песню и насладиться ею в полной мере. Идеально для фанатов и всех, кто ценит качественную музыку.

[Verse]
যা কিছু দেখো, ঘটছে নিয়ত তোমার চারিদিকে
কতটুকু তার দেখা তোমার নিজেরই চোখে?
যা কিছু শোনো, বলছে করতে সরল বিশ্বাস
কতটুকু তার যে তোমার সাথে নিছক উপহাস?
[Pre-Chorus]
পথহারা সত্য মিথ্যের মিছিলে
বাক্সবন্দি বিবেক পড়ে থাকে
আমাদের চারিধার
ছদ্মবেশী বন্ধু, কে যে কার
শৃঙ্খলিত কারাগার
ভেঙে বেরোতেই হবে যে তোমার
অন্ধকার রাত শেষে ভোরের কিরণে
পথ হারাবার শিহরণে
[Instrumental Break]
[Chorus]
মত ভ্রষ্ট প্রতিবাদ
শব্দ যুদ্ধে খোঁজা প্রতিকার
ভয় পেরিয়ে বাক্স শিকার
এ যুদ্ধ শুধুই তোমার-আমার
যা কিছু দেখো, ঘটছে নিয়ত তোমার চারিদিকে
কতটুকু তার দেখা তোমার নিজেরই চোখে?
যা কিছু শোনো, বলছে করতে সরল বিশ্বাস
কতটুকু তার যে তোমার সাথে নিছক উপহাস?
[Pre-Chorus]
পথহারা সত্য মিথ্যের মিছিলে
বাক্সবন্দি বিবেক পড়ে থাকে
আমাদের চারিধার
ছদ্মবেশী বন্ধু, কে যে কার
শৃঙ্খলিত কারাগার
ভেঙে বেরোতেই হবে যে তোমার
অন্ধকার রাত শেষে ভোরের কিরণে
পথ হারাবার শিহরণে
[Instrumental Break]
[Chorus]
মত ভ্রষ্ট প্রতিবাদ
শব্দ যুদ্ধে খোঁজা প্রতিকার
ভয় পেরিয়ে বাক্স শিকার
এ যুদ্ধ শুধুই তোমার-আমার
Комментарии (0)
Минимальная длина комментария — 50 символов.