[Verse 1]
আমার কে আর আছে তুমি ছাড়া?
হায়, তবু কি বোঝাতে পেরেছি তোমায়?
হায়, তুমি ছাড়া আমি ছন্নছাড়া
হায়, এলোমেলো, অগোছালো, অসহায়
[Chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
[Verse 2]
সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
হায়, সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
[Refren 1]
আর একটি বার ফিরে এসো না
আকুতি জানাই
তোমায় ছাড়া অর্থহীন সবই
কি করে যে বোঝাই?
[Chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
আমার কে আর আছে তুমি ছাড়া?
হায়, তবু কি বোঝাতে পেরেছি তোমায়?
হায়, তুমি ছাড়া আমি ছন্নছাড়া
হায়, এলোমেলো, অগোছালো, অসহায়
[Chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
[Verse 2]
সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
হায়, সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
[Refren 1]
আর একটি বার ফিরে এসো না
আকুতি জানাই
তোমায় ছাড়া অর্থহীন সবই
কি করে যে বোঝাই?
[Chorus]
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
Comments (0)
The minimum comment length is 50 characters.