এসো মিলেমিশে থাকি
ধরি শরীরে জোনাকী ভালোবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি কাছে আসার
কাছে আসার
এসো মিলেমিশে থাকি
ধরি শরীরে জোনাকী ভালোবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি কাছে আসার
কাছে আসার
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
একই বারান্দা জুড়ে
হবে শীত রোদ্দুরে রোজই দেখা
কোনো হঠাৎ দুপুরে
যদি মনে হয় দূরে তুমি একা
জেনো বাতাস বিদেশি
তবু আছে প্রতিবেশী বড় কাছে
একই পাঁচিলে পাঁজরে
তারা হাতে হাত ধরে আজও বাঁচে
ধরি শরীরে জোনাকী ভালোবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি কাছে আসার
কাছে আসার
এসো মিলেমিশে থাকি
ধরি শরীরে জোনাকী ভালোবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি কাছে আসার
কাছে আসার
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এসো পাত পেড়ে বসি
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
এই মন বারো ঘর, এক উঠোন
একই বারান্দা জুড়ে
হবে শীত রোদ্দুরে রোজই দেখা
কোনো হঠাৎ দুপুরে
যদি মনে হয় দূরে তুমি একা
জেনো বাতাস বিদেশি
তবু আছে প্রতিবেশী বড় কাছে
একই পাঁচিলে পাঁজরে
তারা হাতে হাত ধরে আজও বাঁচে
Comments (0)
The minimum comment length is 50 characters.