[Chorus]
আমি দৌড়ে-দৌড়ে-দৌড়ে বেড়াই
হারিয়ে ফেলি প্রিয় মুখটাই
তুমি কেমন আছো জানতে ইচ্ছে হয়
তুমি এখনও কি সময়-অসময়
উলটে ফেলো তোমার ashtray-টাই?
[Post-Chorus]
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
[Chorus]
আমি খুঁজে-খুঁজে-খুঁজে ফিরি
কেন মন জুড়ে এত হাহাকার
আমি কোথাও রাখিনি কোনো ঠাঁই
তাই হারিয়ে ফেলেছি জীবন
[Post-Chorus]
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
আমি দৌড়ে-দৌড়ে-দৌড়ে বেড়াই
হারিয়ে ফেলি প্রিয় মুখটাই
তুমি কেমন আছো জানতে ইচ্ছে হয়
তুমি এখনও কি সময়-অসময়
উলটে ফেলো তোমার ashtray-টাই?
[Post-Chorus]
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
[Chorus]
আমি খুঁজে-খুঁজে-খুঁজে ফিরি
কেন মন জুড়ে এত হাহাকার
আমি কোথাও রাখিনি কোনো ঠাঁই
তাই হারিয়ে ফেলেছি জীবন
[Post-Chorus]
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
Comments (0)
The minimum comment length is 50 characters.