আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে ।
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাতজাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমায় ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি ।
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি ।
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাঁটি ।
আমার বিচ্ছিরি একতারা
তুমি নাওনা কথা কানে ।
তোমার কিসের এত তাড়া?
এ রাস্তা পার হবে সাবধানে...
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে ।
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাতজাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমায় ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি ।
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি ।
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাঁটি ।
আমার বিচ্ছিরি একতারা
তুমি নাওনা কথা কানে ।
তোমার কিসের এত তাড়া?
এ রাস্তা পার হবে সাবধানে...
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো
Comments (0)
The minimum comment length is 50 characters.