[Verse 1]
একলা মনের রিকশা চলে
দমকা প্রেমের গল্প বলে
শুকনো পাতার সন্ধ্যেবেলার গান
কোন হরিণের দুষ্টু ছায়ায়
খেলনা দোকান ডাকছে রে আয়
ভুল করেছি আর যাবো না
মিথ্যে মায়ায় চমকাবো না
[Pre-Chorus]
ভাললাগে অন্ধকার, হাত ডোবাই
এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই
[Chorus]
আমি বাউন্ডুলে ঘুড়ি
যে আমাকে বাসবে ভালো
তার আকাশেই উড়ি
আমি বৃষ্টি ইলশেগুঁড়ি
মাথায় করে রাখলে আমায়
খেলবো লুকোচুরি
খেলবো লুকোচুরি
[Verse 2]
কত বছর ধরে আমার শূন্যস্থান
দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান
জলের কাছে গিয়েও ফিরে আসি তাই
এই কুয়াশায় খুঁজছে কে আমায়?
এই কুয়াশায় খুঁজছে কে আমায়?
একলা মনের রিকশা চলে
দমকা প্রেমের গল্প বলে
শুকনো পাতার সন্ধ্যেবেলার গান
কোন হরিণের দুষ্টু ছায়ায়
খেলনা দোকান ডাকছে রে আয়
ভুল করেছি আর যাবো না
মিথ্যে মায়ায় চমকাবো না
[Pre-Chorus]
ভাললাগে অন্ধকার, হাত ডোবাই
এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই
[Chorus]
আমি বাউন্ডুলে ঘুড়ি
যে আমাকে বাসবে ভালো
তার আকাশেই উড়ি
আমি বৃষ্টি ইলশেগুঁড়ি
মাথায় করে রাখলে আমায়
খেলবো লুকোচুরি
খেলবো লুকোচুরি
[Verse 2]
কত বছর ধরে আমার শূন্যস্থান
দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান
জলের কাছে গিয়েও ফিরে আসি তাই
এই কুয়াশায় খুঁজছে কে আমায়?
এই কুয়াশায় খুঁজছে কে আমায়?
Comments (0)
The minimum comment length is 50 characters.